শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস

শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস

আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ গড়তে


education-protection-plan-plus



শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস হলো এমন একটি ভিত্তি যার উপর আপনি আপনার সন্তানের কাঙ্খিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।

শিক্ষা ও জীবনের অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য আপনার সন্তান আপনার এবং আপনার উপার্জনের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি চান আপনার সন্তান হোক উচ্চশিক্ষায় শিক্ষিত, যাতে জীবনের পথে তার যাত্রা শুভ হয়। অথচ উচ্চশিক্ষার ব্যয় দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় কেমন করে আপনি নিশ্চিত হবেন যে আপনার সন্তান যখন উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবে, তখন প্রয়োজনীয় অর্থের অভাব আপনার হবে না? এ ব্যাপারে যদি আপনি কোন প্রয়োজনীয় পরিকল্পনা না করে থাকেন, তবে প্রয়োজনীয় অর্থসংস্থান করা হয়তো আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু যথেষ্ট পরিমাণে সঞ্চয় করার জন্য যে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন, সে ব্যাপারেও কি নিশ্চিত হতে পারেন?

নিজেকে কি এ প্রশ্নটি কখনো করেছেন?

“আমি যদি না থাকি, সন্তানকে নিয়ে আমার আশা-আকাঙ্খা কি পূরণ হবে?”

আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কোন ঝুঁকি বা রিস্ক নিতে পারেন না। আপনার অবর্তমানে আপনার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ও সন্তানের শিক্ষা দারুণভাবে ব্যাহত হতে পারে। আপনার সন্তানের জীবনে এই অশুভ সম্ভাবনা আপনাকে সম্পূর্ণভাবে দূরীভূত করতে হবে। আমাদের শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস পরিকল্পনা আপনার সেই দুর্ভাবনা ও অনিশ্চয়তা দূর করে আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করবে।

সন্তানের বয়স কত বছর হলে তার বাবা-মা বা আইনসম্মত অভিভাবক এই পলিসির জন্য আবেদন করতে পারবেন?

সর্বনিম্ন ৩০ (ত্রিশ) দিন থেকে সর্বোচ্চ ১৫ (পনের) বছর পর্যন্ত।

বাবা-মা বা আইনসম্মত অভিভাবকের বয়স কত হলে তিনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন?

সর্বনিম্ন ২১ (একুশ) বছর থেকে সর্বোচ্চ ৫৫ (পঞ্চান্ন) বছর পর্যন্ত।

বিমা নিরাপত্তার পরিমাণ

সন্তানের বয়স ৩০ দিন থেকে ৫ বছর- সর্বনিম্ন ১০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৫০০,০০০ টাকা।
সন্তানের বয়স ৬ বছর থেকে ১৫ বছর- সর্বনিম্ন ১০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০০,০০০ টাকা।

পরিকল্পটি কেমন করে কাজ করে?

আপনার সন্তানের যে বয়সে বিমার অর্থের দরকার তার সাথে সঙ্গতি রেখে পরিকল্পের মেয়াদ নির্দিষ্ট করুন। আপনি ১০ থেকে ২১ বছর পর্যন্ত যে কোন মেয়াদ বাছাই করতে পারেন। তবে, আপনার সন্তানের বয়স ও পলিসির মেয়াদের যোগফল২৫ বছরের অধিক হতে পারবে না।

প্রিমিয়ামের ধরণ

মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক
দয়া করে লক্ষ্য করুন, মাসিক প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে শুধু EFT ডেবিট মাধ্যমটি প্রযোজ্য হবে।

মেয়াদ-পূর্তি হলে

মেয়াদ-পূর্তি পর্যন্ত আপনার সন্তান বেঁচে থাকলে বোনাসসহ পলিসির বিমাকৃত অংক পরিশোধ করা হবে। এই অর্থে তার উচ্চ শিক্ষার ব্যয় নির্বাহ হতে পারে অথবা ইতোমধ্যেই যদি সে উচ্চশিক্ষা সম্পন্ন করে থাকে, তবে তার কর্ম জীবন শুরুর জন্য এ অর্থ তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে। এ অর্থ তার বিয়ে বা অন্যান্য কাজেও ব্যবহৃত হতে পারে।

আপনার মৃত্যু হলে


  • ভবিষ্যতে প্রদেয় প্রিমিয়াম মওকুফ করা হবে এবং পলিসি মেয়াদ-পূর্তি পর্যন্ত চালু থাকবে,
  • পলিসির মেয়াদপূর্তি পর্যন্ত বিমাকৃত অংকের ১% পরিমাণ অর্থ শিক্ষার জন্য প্রতিমাসে আপনার সন্তানকে প্রদান করা হবে, এবং
  • মেয়াদপূর্তির পর বিমাকৃত অংক বোনাসসহ আপনার সন্তানকে প্রদান করা হবে।

পলিসির মেয়াদপূর্তির আগেই দুর্ভাগ্যজনকভাবে সন্তানের মৃত্যু হলে এডুকেশন প্রটেকশন প্ল্যান এনডোর্সমেন্টের নিয়ম অনুযায়ী বিমা অংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে। বিস্তারিত জানতে এই লিখাটি মনোযোগ সহকারে পড়ুন।

দুর্ঘটনায় মৃত্যু/অক্ষমতা ক্ষতিপূরণ এবং চিকিৎসা সুবিধা

দুর্ঘটনায় ক্ষতিপূরণের জন্য যোগ্য বিবেচিত হলে আপনি নিম্নোক্ত বাড়তি সুবিধা বা ক্ষতিপূরণ পেতে পারেন, যদি কোন দুর্ঘটনার কারণে আপনার মৃত্যু হয় অথবা আপনি আংশিক বা সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যান অথবা আপনার চিকিৎসার দরকার হয় তাহলে নিম্নে বর্ণিত তালিকা অনুযায়ী আপনি সুবিধা পাবেন।


  1. মৃত্যু- বিমা অংকের ১০০%
  2. স্থায়ী ও সম্পূর্ণ অক্ষমতা- বিমা অংকের ১০০%
  3. উভয় হাত বা উভয় পা বা উভয় চোখের দৃষ্টি শক্তি হারানো- বিমা অংকের ১০০%
  4. এক হাত এবং এক পা হারানো- বিমা অংকের ১০০%
  5. যে কোন এক হাত বা যে কোন এক পা এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারানো- বিমা অংকের ১০০%
  6. উভয় কানের শ্রবণশক্তি হারানো- বিমা অংকের ১০০%
  7. বাক শক্তি হারানো- বিমা অংকের ১০০%
  8. যে কোন এক হাত অথবা যে কোন এক পা হারানো- বিমা অংকের ৫০%
  9. একটি চোখের দৃষ্টিশক্তি হারানো- বিমা অংকের ৫০%
  10. বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি কাটা গেলে- বিমা অংকের ২৫%
  11. চিকিৎসা খরচ পরিশোধ (সর্বোচ্চ)- বিমা অংকের ১৫%

এই দুর্ঘটনা বিমার অধীনে সর্বোচ্চ ২০ লাখ টাকা ও ২০ লাখের ওপর উপরোল্লিখিত আনুপাতিক অংকের ক্ষতিপূরণ বা বিমাসুবিধা প্রদান করা হবে। গৃহবধূ অথবা ২৫ বা তার কম বয়সীদের জন্য ক্ষতিপূরণ হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা।

আপনার অক্ষমতায় প্রদেয় সুবিধাদি

সামান্য বাড়তি প্রিমিয়ামের বদৌলতে আপনি নিতে পারেন একটি অত্যন্ত মূল্যবান অক্ষমতা বিমাচুক্তি। এই চুক্তির আওতায় অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারণে আপনার কর্মক্ষমতা স্থায়ী এবং সম্পূর্ণ হারিয়ে গেলেঃ

  • ভবিষ্যতে প্রদেয় প্রিমিয়াম মওকুফ হয়ে যাবে,
  • বিমাকৃত অংকের ১% এর সমপরিমাণ অর্থ প্রতিমাসেই পলিসির মেয়াদপূর্তি পর্যন্ত আপনার সন্তানকে প্রদান করা হবে, এবং
  • মেয়াদপূর্তির পর বিমা অংক বোনাসসহ প্রদান করা হবে।

উদাহরণস্বরূপ বলা যায় যে, আপনি যদি পুরুষ হন এবং আপনার বয়স যদি বর্তমানে ৩৫ বৎসর হয় এবং আপনি আপনার ২ বৎসর বয়সী সন্তানের জন্য ১ লাখ টাকার ২০ বৎসর মেয়াদী শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস ক্রয় করতে চান তাহলে অক্ষমতা বিমাচুক্তি এবং দুর্ঘটনায় মৃত্যু/অক্ষমতা ক্ষতিপূরণসহ প্রিমিয়াম হবে ৭,৭৭২/= টাকা মাত্র।

অতিরিক্ত প্রিমিয়াম প্রদান প্রদান করে আপনার মূল পরিকল্পের সাথে নিম্নে উল্লিখিত অন্যান্য ঐচ্ছিক রাইডারসমূহ যোগ করতে পারেনঃ

হসপিটাল কেয়ারঃ সাপ্তাহিক আর্থিক সুবিধা,যখন আপনি বা আপনার পরিবার দুর্ঘটনা বা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হবেন।

ক্রিটিক্যাল কেয়ারঃ আপনাকে এককালীন অর্থ প্রদান করা হবে যদি বিমা নিরাপত্তার আওতাভুক্ত রোগসমূহের কোনটি পরীক্ষার মাধ্যমে নির্ণীত হয় বা উক্ত অসুস্থতা/স্বাস্থ্যগত অবস্থার কারণে শল্য চিকিৎসার শরণাপন্ন হতে হয় (যেক্ষেত্রে যা প্রযোজ্য)।
অনুগ্রহপূর্বক মনে রাখবেন আপনার মৃত্যুতে অথবা স্থায়ী ও সম্পূর্ণ অক্ষমতায় (ডিসএবিলিটি প্রটেকশন রাইডার এর আওতায়) হসপিটাল কেয়ার বিমা সুবিধা (যদি নেয়া থাকে) তখনই বন্ধ হয়ে যাবে।

বোনাসসমূহ

রিভার্সনারি বোনাস ও প্রযোজ্য হলে ক্যাপিটাল গ্রোথ বোনাস (টার্মিনাল বোনাস) আকারে কোম্পানী ঘোষিত বোনাসে আপনার আপনার পলিসি অংশদারিত্ব থাকবে। দয়া করে লক্ষ্য করুন যে, এই পরিকল্পে উল্লিখিত বোনাসসমূহ নিশ্চিত নয়।

অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যসমূহ


  • নিয়ম অনুযায়ী নগদ মূল্য, পরিশোধিত মূল্য ও সম্প্রসারিত মেয়াদী বিমা নিশ্চয়তা।
  • সবকিছু অপরিবর্তিত থাকলে, আপনার প্রিমিয়াম কখনো বাড়বে না।

ব্যতিক্রমসমূহ

আত্মহত্যা (পলিসি শুরুর অথবা পুনর্বহালের প্রথম দুই বছরের মধ্যে), যুদ্ধ অথবা এইডস- এ সকল কিছু এই পলিসির ব্যতিক্রমসমূহের মধ্যে পড়বে। ব্যতিক্রমসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে বিমা চুক্তিপত্রটি পড়ুন।

পলিসি তামাদি হলে

বর্ধিত সময় (প্রদেয় তারিখ হতে ৩১ দিন পর্যন্ত) পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা না হলে এবং ন্যূনতম ক্যাশ ভ্যালু অর্জিত না হলে পলিসি থেকে কোন মূল্য/সুবিধা পাওয়া যাবে না।

পলিসি প্রত্যর্পিত হলে

পলিসি প্রথম দুই বছরের মধ্যে যে কোন সময় প্রত্যর্পিত হলে কোন প্রত্যর্পণ মূল্য পাওয়া যাবে না। দুই বছর পর যে কোন সময় প্রত্যর্পণ করা হলে, পলিসিগ্রহীতা ক্যাশ ভ্যালু তালিকা অনুযায়ী প্রত্যর্পণ মূল্য পাবেন।

দায় অস্বীকারমূলক বিবৃতি


  1. এই পরিকল্পটি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (মেটলাইফ) কর্তৃক ইস্যুকৃত বিমা পরিকল্প ও রাইডারের চুক্তিপত্রের শর্তাবলী সাপেক্ষে অবলিখিত। এই আর্টিকেলে তথ্যসমূহ গ্রাহককে শুধুমাত্র সাধারণ ধারণা দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে। এই আর্টিকেলে প্রদর্শিত মূল্যসমূহ শুধুমাত্র উদাহরণস্বরূপ ব্যবহৃত হয়েছে। বিস্তারিত শর্তাদি ও ব্যতিক্রমসমূহ বিমা চুক্তিপত্রে অন্তর্ভুক্ত থাকবে। এই আর্টিকেল এবং বিমা চুক্তিপত্রের মধ্যে কোন অসামঞ্জস্যতার ক্ষেত্রে বিমা চুক্তিপত্রটি চূড়ান্ত বলে গণ্য হবে।
  2. এই আর্টিকেলে বিবৃত বিমা পরিকল্পটি যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে না বা যুক্তরাষ্ট্রের ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য নয়। এই বক্তব্যের প্রেক্ষিতে একজন যুক্তরাষ্ট্রের ব্যক্তি বলতে বুঝায়, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বা সেখানে বসবাসকারী ব্যক্তি (যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বসবাসকারীও এর অন্তর্ভুক্ত হবে), যুক্তরাষ্ট্রের অংশীদারি প্রতিষ্ঠান এবং কোন ট্রাস্ট যা যুক্তরাষ্ট্রের এক বা একাধিক ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত এবং যা যুক্তরাষ্ট্রের আদালতের তদারকির আওতাভুক্ত।
  3. মূল পরিকল্পের সাথে যদি সম্পূরক চুক্তি/রাইডার সংযুক্ত থাকে, তবে সম্পূরক চুক্তি/রাইডার তার সংশ্লিষ্ট অবসানকালে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে মূল পরিকল্পের প্রিমিয়াম প্রদানের মেয়াদ যদি উক্ত সময়ের পূর্বে শেষ হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পূরক চুক্তি/রাইডারও সেই সাথে অবসান হবে।

বিঃদ্রঃ- এই প্ল্যানটি নিতে চাইলে যোগাযোগ করুন- ০১৯১৭৮৩৭৯০৩

Popular posts from this blog

লাইফলাইন