থ্রী পেমেন্ট প্ল্যান (থ্রীপিপি) প্লাস
থ্রী পেমেন্ট প্ল্যান (থ্রীপিপি) প্লাস
আপনার জীবনের সুদৃঢ় সুরক্ষা নিশ্চিত করেমেটলাইফ- এর থ্রী পেমেন্ট প্ল্যান (থ্রীপিপি) প্লাস উচ্চমাত্রার বিমা সুরক্ষা এবং আপনার প্রদেয় প্রিমিয়ামের উপর আকর্ষণীয় মেয়াদ-পূর্তি মূল্য প্রদান করে।
পরিকল্পটি কিভাবে কাজ করে?
এই পরিকল্পের একটি অনন্য বৈশিষ্ট্য এই যে, মেটলাইফ আপনাকে অভিহিত মূল্যের ৫০% মেয়াদপূর্তির অনেক আগেই প্রদান করে। এটি আপনার বা আপনার সুবিধাগ্রাহী (গণ) এর জন্য মৃত্যু ও জীবিত থাকাকালীন সুবিধা উভয়েরই সর্বোচ্চ লাভজনক ও সুবিধাজনক সংমিশ্রণ।অন্যান্য সুবিধার পাশাপাশি বেঁচে থাকাকালীন সুবিধাসমূহ তিনটি (৩) কিস্তির মাধ্যমে প্রদান করা হয়, যেমনঃ
- বিমা মেয়াদের এক তৃতীয়াংশ (১/৩) সময় অতিবাহিত হলে অভিহিত মূল্যের ২৫% প্রদান করা হয়।
- বিমা মেয়াদের দুই তৃতীয়াংশ (২/৩) সময় অতিবাহিত হলে অভিহিত মূল্যের আরও ২৫% প্রদান করা হয়।
- মেয়াদ-পূর্তিতে অভিহিত মূল্যের অবশিষ্ট ৫০%, রিভার্সনারি বোনাস ও ক্যাপিটাল গ্রোথ ডিভিডেন্ডসহ (প্রযোজ্য হলে) প্রদান করা হয়।
বিমা চলাকালীন যেকোন সময় বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে পূর্ণ অভিহিত মূল্যের সাথে সঞ্চিত বোনাসসমূহ যোগ করে মৃত্যুজনিত সুবিধা প্রদান করা হয়। থ্রীপিপি প্লাস পলিসিটি ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ বছর মেয়াদের জন্য পাওয়া যায়।
পরিকল্প নেওয়ার বয়স
সর্বনিম্ন ৩০ (ত্রিশ) দিন থেকে সর্বোচ্চ ৬০ (ষাট) বছর পর্যন্ত।মূল অভিহিত মূল্য
সর্বনিম্ন ১০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০,০০০ টাকা।শিশু বিমার ক্ষেত্রেঃ
বয়স ৩০ দিন থেকে ৫ বছর- সর্বনিম্ন ১০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৫০০,০০০ টাকা।
বয়স ৬ বছর থেকে ১৫ বছর- সর্বনিম্ন ১০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০০,০০০ টাকা।
প্রিমিয়ামের ধরণ
মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিকদয়া করে লক্ষ্য করুন, মাসিক প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে শুধু EFT ডেবিট মাধ্যম এবং পলিসির অভিহিত মূল্য ৩০০,০০০ টাকা বা তার বেশি হতে হবে।
পুরো সময় জুড়ে সুরক্ষা
গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে সুবিধাগ্রাহীর (গণের) প্রাপ্য সুবিধাসমূহ ১ম কিংবা ২য় কিস্তির টাকার জন্য কম বেশি হবে না। এমনকি ২য় কিস্তি প্রদানের পর বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলেও সুবিধাগ্রাহী (গণ) পূর্ণ অভিহিত মূল্য ও সঞ্চিত বোনাসসমূহ পাবেন। মৃত্যু বিমা সুবিধার ক্ষেত্রে ইতোমধ্যে পরিশোধিত কিস্তির টাকা বাদ দেয়া হয় না।মেয়াদ-পূর্তির পূর্বে অর্থ প্রদান
মেয়াদ-পূর্তির পূর্বে যে দুইটি কিস্তি আপনি গ্রহণ করবেন তা নিচের যে কোন প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারেন বা সর্বোচ্চ লাভের জন্য আপনার পছন্দমত যে কোন খাতে বিনিয়োগ করতে পারেন।- মেটলাইফ থেকে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা কেনা
- আপনার ব্যবসায় পুনঃ বিনিয়োগ করা
- যেকোন জরুরি প্রয়োজনের খরচ মেটানো
- আপনার সন্তানের শিক্ষা ও বিয়ের জন্য খরচ করা
- বিমার ভবিষ্যৎ প্রিমিয়াম প্রদানে ব্যবহার করা
- সম্পত্তি কেনা
- স্বয়ংক্রিয়ভাবে ঐ সব কিস্তির অর্থ দিয়ে আমাদের ম্যাচুরিটি রিক্যাপচার পরিকল্প কেনা।
বোনাস ও ডিভিডেন্ডসমূহ
রিভার্সনারি বোনাসের আকারে মেটলাইফ-এর থ্রীপিপি প্লাস বিমা পরিকল্পটি ঘোষিত মুনাফায় অংশগ্রহণ করে। ১৮ বছর ও তার বেশি মেয়াদের থ্রীপিপি প্লাস বিমা পরিকল্প ক্যাপিটাল গ্রোথ ডিভিডেন্ড (বিশেষ বোনাস) পাওয়ারও উপযুক্ত হতে পারে। বিমার ২য় বছর শেষ হতে থ্রীপিপি প্লাস পলিসিটি বেসিক ক্যাশ ভ্যালু অর্জন করা শুরু করে এবং মেটলাইফ তার উপর প্রযোজ্য বোনাস প্রদান করে। বর্তমান বোনাসের হার ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। ঘোষিত বোনাসসমূহ মেয়াদপূর্তি/মৃত্যু দাবী নিষ্পত্তির সময় পরিশোধ করা হয়। বিমা প্রত্যর্পণের ক্ষেত্রে বেসিক ক্যাশ ভ্যালু এবং রিভার্সনারি বোনাসের ক্যাশ ভ্যালু প্রদেয় হয়।ব্যক্তিগত দুর্ঘটনা বিমা নিরাপত্তা
যদি আপনি দুর্ঘটনা বিমা নিরাপত্তার জন্য উপযুক্ত হন তবে এই পরিকল্প প্রিমিয়াম প্রদানরত সময়ে দুর্ঘটনার কারণে আপনার মৃত্যু, অক্ষমতা বা আঘাতের জন্য নিচে উল্লেখিত অতিরিক্ত সুবিধাসমূহ প্রদান করে।- দুর্ঘটনাজনিত মৃত্যুতে সুবিধা- অভিহিত মূল্যের ১০০%
- স্থায়ী পূর্ণাঙ্গ অক্ষমতায় সুবিধা- অভিহিত মূল্যের ১০০%
নিচের ক্ষতিগুলোর ক্ষেত্রে স্থায়ী আংশিক অক্ষমতায় সুবিধা
- উভয় হাত বা পা অথবা উভয় চোখের দৃষ্টি শক্তি হারানো- বিমা অংকের ১০০%
- এক হাত এবং এক পা হারানো- বিমা অংকের ১০০%
- যে কোন এক হাত বা যে কোন এক পা এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারানো- বিমা অংকের ১০০%
- উভয় কানের শ্রবণশক্তি হারানো- বিমা অংকের ১০০%
- বাক শক্তি হারানো- বিমা অংকের ১০০%
- যে কোন এক হাত অথবা যে কোন এক পা হারানো- বিমা অংকের ৫০%
- বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি কাটা গেলে- বিমা অংকের ২৫%
- চিকিৎসা খরচ পরিশোধ (সর্বোচ্চ)- বিমা অংকের ১৫%
এই দুর্ঘটনা বিমার অধীনে সর্বোচ্চ ২০ লাখ টাকা ও ২০ লাখের ওপর উপরোল্লিখিত আনুপাতিক অংকের ক্ষতিপূরণ বা বিমাসুবিধা প্রদান করা হবে। গৃহবধূ অথবা ২৫ বা তার কম বয়সীদের জন্য ক্ষতিপূরণ হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
আপনার মূল পরিকল্পের সাথে নিচের রাইডারগুলো হতে অনেক মূল্যবান ঐচ্ছিক সুবিধা যোগ করতে পারবেনঃ
- ডব্লিউ পিঃ দুর্ঘটনা বা অসুস্থতার কারণে ছয় মাসের বেশি সময় পূর্ণাঙ্গভাবে অক্ষম হয়ে গেলে পরবর্তী সকল প্রিমিয়াম মওকুফ।
- এইচ সিঃ সাপ্তাহিক আর্থিক সুবিধা, যখন আপনি এবং আপনার পরিবার দুর্ঘটনা বা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হবেন।
- এ আইঃ দুর্ঘটনার কারণে পূর্ণাঙ্গভাবে অক্ষম হয়ে গেলে প্রতি ১০০,০০০ টাকা অভিহিত মূল্যের জন্য সাপ্তাহিক ৭৫০ টাকা করে প্রদান।
- সি সিঃ এককালীন অর্থ প্রদান যদি বিমা নিরাপত্তার আওতাভুক্ত ২৫টি মারাত্নক রোগের কোনটি পরীক্ষার মাধ্যমে নির্ণীত হয় বা উক্ত অসুস্থতা/স্বাস্থ্যগত অবস্থার কারণে শল্য চিকিৎসার শরণাপন্ন হতে হয় (যেক্ষেত্রে যা প্রযোজ্য)
- এ আই/এ এক্সঃ দুর্ঘটনার কারণে অঙ্গহানী ঘটলে অভিহিত মূল্যের ২ গুন পর্যন্ত এককালীন অর্থ প্রদান এবং সাধারণ যাত্রী পরিবহণে ভ্রমণরত অবস্থায় দুর্ঘটনার কারণে মৃত্যু হলে অভিহিত মূল্যের ২ গুন পর্যন্ত।
- এডিবিঃ দুর্ঘটনার কারণে মৃত্যু হলে অভিহিত মুল্যের ২ গুণ পর্যন্ত।
এ সকল সুবিধাদি প্রদানে আপনার মূল বিমার সুবিধাদি কমে যাবে না।
অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যসমূহ
- বিমা আবেদনপত্রে দেয়া আপনার তথ্যগুলো সঠিক হলে, আপনার প্রিমিয়াম কখনো বাড়বে না।
- ক্যাশ ভ্যালু, পেইড-আপ মূল্য এবং বর্ধিত টার্ম বিমা মূল্যসমূহের গ্যারান্টি রয়েছে।
- অন্য সব জীবন বিমার মতই প্রদেয় প্রিমিয়াম আয়করের আওতামুক্ত (বাংলাদেশের কর আইন সাপেক্ষে)।
এখনি কেন?
কেন এই জীবন বিমা এখনই নেয়া উচিত তার কিছু কারণ হলোঃএখন খরচ অপেক্ষাকৃত কমঃ
জীবন বিমা পলিসি নেয়ার সিদ্ধান্ত আপনি যত কম বয়সে নিবেন, বিমার প্রিমিয়ামের পরিমাণ কম হবার সম্ভাবনা তত বেশি।
আপনি পরবর্তীতে এই বিমা করার যোগ্য নাও থাকতে পারেনঃ
স্বাস্থ্য বা পেশা পরিবর্তন হওয়ার কারণে আপনি এই পরিকল্প গ্রহণ করার যোগ্যতা হারাতে পারেন। আপনার জীবনের কোন এক পর্যায়ে আপনি হয়তো বিমাকৃত হওয়ার সীমা অতিক্রম করে ফেলতে পারেন। হতে পারে সেটা আগামীকাল।
আপনার নগদ সঞ্চয় অপেক্ষাকৃত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে থাকেঃ
ক্যাশ ভ্যালু প্রতি বছর বাড়তে থাকে। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, আপনার প্রয়োজন মেটাতে তত তাড়াতাড়ি এবং আরও বেশি পরিমাণে তা হাতে পাবেন।ব্যতিক্রমসমূহ
আত্মহত্যা (পলিসি শুরুর অথবা পুনর্বহালের প্রথম দুই বছরের মধ্যে), যুদ্ধ অথবা এইডস- এ সকল কিছু এই পলিসির ব্যতিক্রমসমূহের মধ্যে পড়বে। ব্যতিক্রমসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে বিমা চুক্তিপত্রটি পড়ুন।পলিসি তামাদি হলে
বর্ধিত সময় (প্রদেয় তারিখ হতে ৩১ দিন পর্যন্ত) পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা না হলে এবং ন্যূনতম ক্যাশ ভ্যালু অর্জিত না হলে পলিসি থেকে কোন মূল্য/সুবিধা পাওয়া যাবে না।পলিসি প্রত্যর্পিত হলে
পলিসি প্রথম দুই বছরের মধ্যে যে কোন সময় প্রত্যর্পিত হলে কোন প্রত্যর্পণ মূল্য পাওয়া যাবে না। দুই বছর পর যে কোন সময় প্রত্যর্পণ করা হলে, পলিসিগ্রহীতা বেসিক ক্যাশ ভ্যালু এবং রিভার্সনারি বোনাসের ক্যাশ ভ্যালু পাবেন।দায় অস্বীকারমূলক বিবৃতি
- এই পরিকল্পটি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (মেটলাইফ) কর্তৃক ইস্যুকৃত বিমা পরিকল্প ও রাইডারের চুক্তিপত্রের শর্তাবলী সাপেক্ষে অবলিখিত। এই প্রচারপত্রের তথ্যসমূহ গ্রাহককে শুধুমাত্র সাধারণ ধারণা দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে। এই প্রচারপত্রে প্রদর্শিত মূল্যসমূহ শুধুমাত্র উদাহরণস্বরূপ ব্যবহৃত হয়েছে। বিস্তারিত শর্তাদি ও ব্যতিক্রমসমূহ বিমা চুক্তিপত্রে অন্তর্ভুক্ত থাকবে। এই প্রচারপত্র এবং বিমা চুক্তিপত্রের মধ্যে কোন অসামঞ্জস্যতার ক্ষেত্রে বিমা চুক্তিপত্রটি চূড়ান্ত বলে গণ্য হবে।
- এই প্রচারপত্রে বিবৃত বিমা পরিকল্পটি যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে না বা যুক্তরাষ্ট্রের ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য নয়। এই বক্তব্যের প্রেক্ষিতে একজন যুক্তরাষ্ট্রের ব্যক্তি বলতে বুঝায়, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বা সেখানে বসবাসকারী ব্যক্তি (যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বসবাসকারীও এর অন্তর্ভুক্ত হবে), যুক্তরাষ্ট্রের অংশীদারি প্রতিষ্ঠান এবং কোন ট্রাস্ট যা যুক্তরাষ্ট্রের এক বা একাধিক ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত এবং যা যুক্তরাষ্ট্রের আদালতের তদারকির আওতাভুক্ত।
- মূল পরিকল্পের সাথে যদি সম্পূরক চুক্তি/রাইডার সংযুক্ত থাকে, তবে সম্পূরক চুক্তি/রাইডার তার সংশ্লিষ্ট অবসানকালে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে মূল পরিকল্পের প্রিমিয়াম প্রদানের মেয়াদ যদি উক্ত সময়ের পূর্বে শেষ হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পূরক চুক্তি/রাইডারও সেই সাথে অবসান হবে।
বিঃদ্রঃ- এই প্ল্যানটি নিতে চাইলে যোগাযোগ করুন- ০১৯১৭৮৩৭৯০৩
